বাংলাদেশের ইতিহাস,মুক্তিযুদ্ধের চেতনা,বিশ্বব্যাপী ছরিয়ে ছিটিয়ে থাকা বাঙ্গালীর মনের কথা,বস্তুনিষ্ঠ সংবাদ,সুস্থধারার বিনোদন সকলের কাছে পৌছে দিতে হ্যাপিনেস টেলিভিশন আছে আপনার পাশে।
আপনাদের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা পূর্বের ন্যায় কামনা করছি ,
দর্শকদের শিক্ষামূলক এবং নির্মল বিনোদোনে উৎসাহী করে তুলতে অতি শিগ্রই হ্যাপীনেস টেলিভিশন তাদের স্বপ্নযাত্রা বাস্তবায়নে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী বাঙ্গালী ও দেশের সর্বোস্তোরের মানুষের পরামর্শ ও সহযোগিতা কামনা করছে…
অচিরেই সম্প্রচারে আসছে ‘ HAPPINESS TELEVISION। বাংলাদেশ এবং হংকং থেকে দুইটি আলাদা বেজ স্টেশনের মাধ্যমে পরিচালিত হবে এর সম্প্রচার কার্যক্রম। সার্ভার ও ক্যাবলের মাধ্যমেই থাকবে সম্প্রচার ফিড। থাকছে YOUTUBE,FACEBOOK লাইভও। সর্বাধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে HAPPINESS TELEVISION এর ট্রান্সমিশন কোয়ালিটি হবে খুবই উন্নত।
২৪ ঘণ্টার সম্প্রচারে থাকবে নাটক, ফিল্ম, টকশো, লাইভ ইভেন্ট, রিয়েলিটি শো, সংবাদসহ নানা ধরণের সুস্থধারার বিনোদন অনুষ্ঠান। তবে সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম ও বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে এই চ্যানেলের মূল লক্ষ্য। আমাদের শ্লোগান বিশ্বব্যাপী বিনোদন
কেবল বিনোদন এবং প্রচলিত ধারণার বাইরে থেকেই প্রবাসীদের জন্য বিশেষভাবে কাজ করবে এই চ্যানেলটি। দেশে ও প্রবাসের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বাংলার ঐতিহ্য তুলে ধরতে বেশ কিছু গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রের নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই।
হংকং,কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার স্টুডিওর কাজ প্রায় শেষ। পরীক্ষামূলক সম্প্রচারের প্রস্তুতি ও ঢাকার স্টুডিওতে অনুষ্ঠান নির্মাণের কাজ চলছে। এখন শুধু সম্প্রচারের অপেক্ষা।আমাদের ওয়েবসাইড-
www.htv24.com
www.facebook.com/htv24
www.youtube.com/htv24
www.twitter.com/happinesstelevision
( এম এম মহাসিন ( জাতীয় সাপ্তাহিক মোকাবেলা ) www.71times.com
পরিচালক বার্তা বিভাগ mokabela786@com )
5,810 total views, 1 views today
Leave a Reply