নিজস্ব প্রতিনিধিঃ
অন্য রকম মনমানসিকতা নিয়ে মানবতার সেবায় মানুষের পাশে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর। সবার চেয়ে আলাদা মনের মানুষ, চিন্তাভাবনা সকল সময় মানুষের পাশে থেকে মানুষে কল্যানে কাজ করেন। জনকল্যাণমুখী কাজে সময় দিয়ে থাকেন অবিরাম।
৫১ নং ওয়ার্ড এলাকায় সকল শ্রেণির মানুষের মাঝে এক প্রিয় নাম মোহাম্মদ শরীফুর রহমান, কাউন্সিলর । তাঁর পিতা সকলের প্রিয় ব্যাক্তি মুরুব্বি জন ও। পিতার আদর্শে তিনি একজন যোগ্য পিতার যোগ্য সন্তান। সাদামাটা আন্তরিক কথা বার্তায় সকলের কথা শুনেন ভালো পরামর্শ দিয়ে থাকেন।
৫১ নং ওয়ার্ডের ভোটার গুনেন ভোটে নির্বাচিত কাউন্সিলর হওয়ার পর থেকে সবার মাঝে সুনাম অর্জন করেছেন। শান্তি প্রিয় মানুষ, জনগনের শান্তির কল্যানে ছুটেন ভালো কাছে পাশে থাকেন সকলের।
নির্বাচিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড এলাকায়। করোনাকালীন সময় দিনে রাতে নিকটস্থ লোকজনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা”র দেওয়া
উপহার ত্রাণ প্যাকিং থেকে শুরু করে তালিকা লিষ্টি ও নিজে থেকে করেছেন হতদরিদ্র, ছিন্নমূল, গরীব কর্মহীন ও খাবার সংকটে থাকা সকল শ্রেণির মানুষের বাড়ি বাড়ি পোঁছে দিয়েছেন। নিকটস্থ দক্ষ- যোগ্য লোকদের
মাধ্যমে হাতে হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত অটল ছিলেন।
মোহাম্মদ শরীফুর রহমান, কাউন্সিলর ৫১ নং ওয়ার্ডের
সেই জনবান্ধন মানুষটাকে নিয়ে কিছু মানুষ অপপ্রচার করছেন ও মানহানি করার চেষ্টায় সক্রিয় হচ্ছে!।
কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানুষের কল্যানে মানুষের পাশে আছি থাকবো।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ শরিফুর রহমান
সুশৃংখল ও নিষ্ঠার সাথে কাজ করেছি সকল সময় ভালো কাছে পাশে থেকেছি মানুষের।
করোনা মহামারির সময়ে একবারের জায়গায় তিনবার মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। ৫১ নং ওয়ার্ডে একমাত্র আমিই বিশেষ হটলাইন সেবা চালু করেছিলাম
মানুষের জন্য। মধ্যবিত্তদের জন্য । যারা লোকলজ্জায় মানুষের কাছে চাইতে পারেনি তাদের চুপিসারে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছি।
খাল খনন, খালের চারদিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খালের জমি দখলে নিয়ে অবৈধ ভাবে নির্মানকৃত স্থাপনা উচ্ছেদ করে খালের পানির স্বভাবিক চলাচল নিশ্চিত করা, রাস্তা ফুটফাট থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা, যানজট নিরসন, ৫১ নং ওয়ার্ড বাসীকে আধুনিক নিরাপদ, শৃঙ্খল জীবন ও বসবাস উপযোগী আধুনিক ওয়ার্ড উপহার দিতে চেষ্টা করেছি।
কিছু অসাধু ক্ষমতাসীন দের রক্ত চক্ষুর শিকার হতে হয়েছে, তবু আছেন মানুষের সাথেই !
আমি জনপ্রতিনিধি (কাউন্সিলর) কাছে ৫১ নং ওয়ার্ড এলাকার নাগরিক সেবা নিতে গেলে একদম বিনামূল্যে সকল কার্যক্রম করে দেই।
সরকার নির্ধারিত জে ফি সেটাও তিনি কারো কাছে নেই না নিজের টাকায় সেটা করিয়ে দেই।
৫১ নং ওয়ার্ডের মানুষের ভালোবাসায় ও আস্থায় প্রতীক। কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান।