অপেক্ষায়
মতিয়ারা মুক্তা,মাটির মা
সেই তো এলাম
কিন্তু তোমাকে পেলাম না!
তোমার মনে আছে নিশ্চয় ;ঈদের আগে
আমাকে নিয়ে সপিং এ যাবে বলে
কতনা আবদার ছিলো তোমার,আর আমি
এটা ওটা ব্যস্ততায় পড়ে আর আসা হলো না
অনেকটা অভিমানে ছিলাম আমি
কতদিন বলেছিলাম আসো না আমার বাড়ি!
তুমি এলেনা বলে আমিও যাইনি
বিশ্বাস করো আজ আমার কোন অভিমান নেই তোমার উপর যা আছে তা শুধু ভালোবাসা
আজ আমি আসছি কিন্তু তুমি নেই –
তোমার মনে আছে কি ;সন্ধ্যারাতে
চারতলা বাসার ছাদে তুমি আমি বসে
কত গল্পসল্প আহা! গল্পের এক পর্যায়
আমাকে জড়িয়ে বলেছিলে, আমাকে কখনো ছেড়ে যেওনা :তোমার অবুঝ ভালোবাসার ডাকে আমিও সাড়া দিয়ে বলেছিলাম
হ্যাঁ যাবো না কখনো না
কি ভাবছো;তোমার পাশে নেই বলে,
তোমাকে দেখতে যাইনি বলে তোমাকে ফেলে দিয়েছি? মোটেও না।
আমার হাত দু ‘টো সর্বক্ষণ
স্রষ্টার দরবারে তুলে রাখি তোমার জন্য
“তুমি যেমনি হও,
আমারি তো ”
এই বেদবাক্য আমি মনে রেখে আজও
তোমাকে সেই আগের মতই ভালোবাসি
এবং বাসবো
না থাকুক তোমার একটি পা,কিংবা হও তুমি
অন্ধ,নতুবা হও বোবাকালা তবুও তুমি
আমার সেই আগের মতই
ইচ্ছে হচ্ছে প্রতিটা মুহূর্ত
আমি তোমাকে ঘীরে থাকি
তোমাকে খাইয়ে,ঘুম পাড়িয়ে দেই
আমার বুকে।হ্যাঁ আমি পাবো এমন সুযোগ তার জন্য একটু ধৈর্যধারণ করতে হবে!
আমি তোমার অপেক্ষায়…
কবি- লেখকঃ মোছাঃ মুক্তা খাতুন