কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অভিযানে ২৪ ঘন্টায় ওয়ারেন্টভূক্ত ৮ আসমি আটক।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবা সহ আসামী আব্দু শুকুর (২৬), পিতা-মোঃ ইদ্রিছ, মাতা-তফুরা বেগম, সাং-বড়ি ঝিরি (ইদ্রিছের বাড়ি), গজালিয়া ইউপি, পোষ্ট-লামা-৪৬৪০, থানা-লামা, জেলা-বান্দরবানকে অত্র সদর দক্ষিণ মডেল থানাধীন কুমিল্লা সিটিকর্পোরেশন ২৩নং ওয়ার্ডস্থ চাঙ্গিনী উত্তর মোড়ে মেসার্স জসিম ফার্নিচার মার্ট দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার পূর্বক এজাহার প্রাপ্ত হইয়া কুমিল্লা সদর দক্ষিণ থানার এফআইআর নং-৪/১৪৫, তারিখ- ০২ এপ্রিল, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।ওয়ারেন্ট তামিল ০৮টি জিআর-৩৭৩/২০ এর আসামী মোঃ তৌহিদুল ইসলাম প্রঃ তৈইয়া(৩১)
জিআর-১০৪৪/২১ এর আসামী আবুল কালাম আজাদ সিআর-১১২/২০ এর আসামী ছোবহান
সিআর-১৩৮/২১ এর আসামী ইমাম হোসেন
সিআর-১১২/২২ এর আসামী মোঃ রানা (২৫)
সিআর-১৩৮/২১ এর আসামী আনোয়ার হোসেন জিআর-৩০৫/২২ এর আসামী মোঃ ইসমাইল হোসেন প্রঃ মানিক (৩০)
জিআর-২০৯/২১ এর আসামী আজাদ মিয়া কে জেল হাজতে প্রেরন করেন।