গত কদিন ধরে বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে যে নির্বাচনটিকে ঘিরে, সেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে রবিবার সকাল থেকে।
এতে মেয়র পদে লড়ছেন, টানা দুইবার মেয়রের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
মি. খন্দকার এর আগে বিএনপির হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচন লড়েছেন। কিন্তু এবার নির্বাচনে অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্ত অমান্য করেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এজন্য অবশ্য দল তাকে শাস্তি দিয়েছে।
নারায়ণগঞ্জে ভোট মানেই উত্তেজনা। একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ নির্বাচনে সবসময় থাকলেও, নারায়ণগঞ্জে নির্বাচনে বিতর্কের মাত্রা যেন ভিন্ন। প্রচারণার শুরু থেকে সেটি দেখা গেছে।
সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবার পর বিবিসির সংবাদদাতা নাগিব বাহার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। তিনি বলছেন. শহরের চিত্র অন্য যেকোনো দিনের মতোই। বিভিন্ন কেন্দ্রে জড়ো হয়েছেন ভোটাররা।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও থেকে কোনরকম সহিংসতা বা উত্তেজনাকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ আর প্রকাশ্যে সভা সমাবেশ গন-জমায়েতের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটেই চলছে এই ভোটাভুটি।