সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ার হারাগাছে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সোনা মিয়ার হত্যাকারীদের বিচারের দাবীতে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গালর্স স্কুল মোড়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমসের আলী, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মসি, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেনাজ উদ্দিন, ছাত্রলীগ উপজেলা শাখার আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, যুগ্ন আহবায়ক জামিল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান আশিক, ছাত্রলীগ যুগ্নু আহবায়ক ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিপু, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমূখ। বক্তরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।