(নৌকার পক্ষে গন জোয়ারে আতিক নৌকার মাঝি হিসেবে চায়- আউট এম পি সাহারা খাতুন বিরোধী প্রার্থীরা)
আতিকুল ইসলাম পারিবারিক ঐতিহ্য,পরিচ্ছন্ন ব্যবসায়ী নেতা এবং সামাজিক অবস্থানের কারণে তিনি এগিয়ে আছেন।এছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের মানুষ তিনি
ঢাকা-১৮ আসনের জনপ্রিয় এম পি সাহারা খাতুনের নৌকা নিতে অনেকে ই সরগরম আলোচনায় ও প্রচারনায় ফেস্টুন করে জাগান দিয়েছে,
আবারও ঢাকা-১৮ আসনে আওয়ামীলীগের আয়োজিত মতবিনিময় আলোচনা সভা ও মিছিল,মিটিং না থাকলে ও একাদশ সাংসদ নির্বাচনে এম পি প্রার্থী হিসেবে প্রচার করছেন,
ঢাকা-১৮ আসনে এম পি প্রার্থী হিসেবে প্রচার করছেন উওরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও নগর নেতা
আলহাজ্জ্ব হাবিব হাসান ও মহানগর উওর আওয়ামী লীগের নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ্জ্ব নাজিম উদ্দিন,
ঢাকা মহানগর উওর আওয়ামী লীগ নেতা, দখিনখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উওরা থানা আওয়ামী লীগ সভাপতি
এস.এম তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা নাজমুল হক, এছাড়াও অনেকে ঢাকা-১৮ আসনে প্রচার করছেন,
ঢাকা-১৮ আসনের একাধিক লোকজনের সঙ্গে কথা বলে জানালায় মতামত দেন একাদশ সংসদ নির্বাচনে এম পি প্রার্থী হিসেবে প্রচার করছেন তারা এক জোট হলে বর্তমান এম পি সাহারা খাতুন বেকায়দায় পড়েন এবং এই নৌকা হারানোর আশংকা ব্যাক্ত করেন তখন যতি ঢাকা-১৮ আসনের নৌকার মাঝি সংসদ নির্বাচনে নৌকা মার্কা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এবং এম পি সাহারা খাতুন সমর্থন করেন আতিকুল ইসলাম কে তখন নৌকার পক্ষে গন জোয়ার শুরু হবে
প্রতিবেদন টি প্রিয় পাঠকের মতামতে করা
=====================এম এম মহাসিন , বার্তা বিভাগ
30,628 total views, 1 views today
Leave a Reply