• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ মেলান্দহে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত দেবিদ্বারে মসজিদে মসজিদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল ১ হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে বিজ্ঞপ্তি আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আগষ্টিনের সুইচ ব্যাংকে! বাংলাদেশ ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত। তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চা শুরু! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন দিনমজুর আরিফ পুলিশহীন নগরী, সিলেটে খুলছে সব কিছু, কাটছে ভয় আতষ্কে আত্মগোপনে কর্ণফুলী আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী

আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন,এই সদর দক্ষিন উপজেলা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।

71Times / ৫৮৪৬ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন,এই সদর দক্ষিন উপজেলা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ।

শাহজালাল ভূইয়া সজিব বিশেষ প্রতিনিধি ৭১টাইমস্ : কুমিল্লা:আসন্ন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) এর গতকাল  শনিবার (১৮ মে) বিকেলে বারপাড়া ইউনিয়নে বিজয়পুর এলাকায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে, যা জনসমুদ্রে রূপান্তরিত হয়। কুমিল্লা সদর দক্ষিণ জুড়ে আনারস মার্কার গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটি পাড়া মহল্লায় উৎসবের আমেজ বয়ে যাচ্ছে। বিজয়পুরে মানুষে মানুষে কানায় কানায় পরিপূর্ণ ছিল জনসভা স্থল । আবাল বৃদ্ধা বনিতা সবাই আনারস প্রতীকের জনসভায় উপস্থিতি ব্যাপক লক্ষ্যনীয় ছিলো। জনসভায় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) বলেন, আজ চারদিকে আনারসের গণজাগরণ সৃষ্টি হয়েছে, মানুষ আর আপনাদের চায় না। আপনাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। মহানগরের ভয় কোনো কাজ হবে না। ২১ তারিখ আনারসে ভোটের মাধ্যমে সকল অপশাসনের জবাব দিবে। মানুষ এখন মুখিয়ে আছে আনারস মার্কায় ভোট দেওয়ার জন্য। জয়ের বিষয়ের শতভাগ আশাবাদী। আ যারা ক্ষমতায় ছিলো তারা সদর দক্ষিণে কোন উন্নয়ন করে নাই, দুজন মিলে সদর দক্ষিণ উপজেলা খন্ড খন্ড করে লালমাই নামে উপজেলা করছেন। এই এলাকার মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছেন। আমি নির্বাচিত হলে আমার ঘোষিত ২৩ দফা ইশতেহার আপনাদেরকে সাথে নিয়ে একটি একটি করে বাস্তবায়ন করবো। আগামী ২১ তারিখ আনারস প্রতীকে ভোট দিয়ে, বিগত ১৫ বছরের সকল অপশাসনের জবাব দিবেন। তারই সাথে সদর দক্ষিণের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের সকল পকেট কমিটি বিলুপ্ত করবো এবং সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করবো। মাদক এবং সন্ত্রাসমুক্ত করবো, ইপিজেডের বর্জ্য আসা বন্ধ করবো, এলাকার ইতিহাস, ঐতিহ্য সম্মুন্নত রেখে শেখ হাসিনা সরকারের স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা সাথে শামিল করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, গত ১৫ বছর উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ক্ষমতায় ছিলো, কিন্তু তারা গত ১৫ বছরে তারা কোনো উন্নয়ন করে নাই। তাদের আমলে এলাকায় একফোটা উন্নয়নও হয়নি, হয়নি কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, হয়নি কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান,অদূরদর্শী, অপরিপক্ক নেতৃত্বের কারণের এই এলাকার কৃষ্টি কালচার আজ বিলুপ্তির পথে।তিনি হুশিয়ারি করে বলেন, নির্বাচনী এলাকায় যারা হোন্ডা এবং ভাড়া করা গুন্ডা নিয়ে মহরা দিচ্ছো, মহানগর থেকে আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছো, তোমরা ইতিমধ্যে টের পেয়েছো প্রশাসনের ভূমিকা। কয়েকজন গুন্ডা এখন এলাকা ছাড়া। প্রশাসন কঠোর অবস্থানে, এখন থেকে বহিরাগতরা নির্বাচনী এলাকায় ডুকলেই জেল দেওয়া হবে বলে দিয়েছে প্রশাসন। কুমিল্লা উঠার ভয় দেখাইয়ো না, মনে রাখবা কুমিল্লার পর ঢাকা আছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি মনির হোসেন বলেন, আমরা এতোদিন দুঃশাসনের কবলে আছি। আমরা এর থেকে মুক্তি চাই। রিপন ভাই এই সদর দক্ষিণকে সকল প্রকার দুঃশাসন দূর করবে। আসুন ২১ তারিখ আক্তারুজ্জামান রিপন ভাইকে আনারসে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি আব্দুর রব মজুমদার তুহিন বলেন , রিপন একজন সৎ এবং যোগ্য ব্যাক্তি। দীর্ঘ ১২ বছর সদর দক্ষিণে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কাজে কাজ করে যাচ্ছে। সদর দক্ষিণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তি দিয়ে যাচ্ছে। তাই আসুন সকল ২১ তারিখ আনারস মার্কায় ভোট দিয়ে সুশাসনের সুযোগ করে দিবেন সবাই।

স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আখতারুজ্জামান রিপন আওয়ামী লীগের সমর্থক হলেও গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুর রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের অনেক ভোটই রিপনের পক্ষে যাবে। এছাড়া আওয়ামী লীগ ছাড়াও অন্য দল গুলোর সমর্থনের ভোটাররাও রিপনকে বেছে নিতে পারেন।
আখতারুজ্জামান রিপন বলেন, আমি রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কোথাও কোনদিন আধিপত্য বিস্তার করার চেষ্টা করিনি। সামাজিকভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। তাই আশা করছি দল-মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিবে।

এসময় নির্বাচনী সভা গুলোতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives