রাজধানীর উত্তরা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) উত্তরা পূর্ব থানার আইচি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উত্তর-পূর্ব পাশে তুরাগ নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানায়, উদ্ধারকৃত পিস্তলটি জাপানের তৈরি, যার গায়ে MADE IN JAPAN ARMY লেখা আছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।