কুমিল্লায় আসছেন জৈনপুরী পীর আল্লামা ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী (হাফিঃ)
মেহেদী হাসান সবুজঃ আসছে ৯ই নভেম্বর শনিবার, কুমিল্লা আদর্শ সদর উপজেলার (নোয়াপাড়া পাসপোর্ট অফিস সংলগ্ন) তাহযীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার ১৩তম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে কুমিল্লায় আসছেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম, তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমির, শাইখুল হাদিস, জৈনপুরী পীর আল্লামা ডঃ সাইয়্যেদ মু. এনায়েতুল্লাহ আব্বাসী (হাফিঃ)।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- নাগাইশ দরবার শরীফের পীর আল্লামা মোশতাক ফয়েজী,
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফ্তি ইয়াছিন আহমাদ ফারুকী।
মাহফিলে সভাপতিত্ব করবেন- তাহযীবুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে কুমিল্লা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ মনজু সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।মিডিয়া কর্মী এমদাদুল হক ইয়াছিন আমাদের এ তথ্য নিশ্চিত করেছেন।