সাইফুল ইসলাম ফয়সাল:
শুক্রবার ২৩শে এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও৫৪ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার৬২৮জন।
আজকের রিপোর্টে দুই জন মৃত্যু দেখানো হয়েছি।কুমিল্লা সিটি কর্পোরেশন ০১, ব্রাক্ষণপাড়া ০১জন, যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৩৫৯জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ২৪জন, সদর দক্ষিণ ০১
জন,আর্দশ সদর ০২জন, লাকসাম ০৪জন, বুড়িচং০৩জন, ব্রাক্ষণপাড়া ০২জন,
বরুড়া ০৪জন, লাঙ্গলকোট ০২ জন, মনোহরগন্জ ০৫ জন,চান্দিনা ০৫ জন, দেবিদ্বার০১জন।
আজকের রিপোর্টে সুস্থ্য ৩৫ দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৩২৭জন করোনা রোগী।সুস্থ্য আজকের কুমিল্লা সিটি কর্পোরেশন ৩৫জন। শুক্রবার ২৩এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৫হাজার ৯৩৬জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৫ হাজার ১৪৫জনের। এর মধ্যে ১১ হাজার ৬২৮জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ৩৯৪
এদের মধ্যে নতুন সনাক্ত: ০৪ জন