আসন্ন জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে কুমিল্লায় ২জন চেয়ারম্যানসহ সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ৮৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলে এ মনোনয়ন জমা।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু ও স্বতন্ত্র প্রার্থী দুলাল মিয়া মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান বাবলু তার মনোনয়নপত্র জমা দেন রিটানিং কর্মকর্মতা জেলা প্রশাসক মোহাম্মদ কারুল হাসানের নিকট। এসময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, লাকসাম উপজেলা চেয়ারম্যান ইউনুছ ভুইয়া, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল বাই বাবলুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের তথ্যমতে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্যের ১৭টি পদে ৬৪ জন ও সংরক্ষিত সদস্য ৬টি পদে ২০ জন মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে, একাধিক ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদের নির্বাচন। কুমিল্লা জেলায় মোট ভোটার সংখ্যা ২৬৮০ জন। পুরুষ ২০৫৩ এবং নারী ভোটার রয়েছেন ৬২৭ জন। চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করলে উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন জমা দেননি।