মেহেরপুরের গাংনীতে অবৈধ ভেজাল পণ্য উৎপাদনকারী এবি ক্যামিকেল ফ্যাক্টরী নামের একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। বিএসটিআই থেকে একটি মাত্র বৈধ পণ্যের অনুমোদন নিয়ে ১৬টিরও বেশী পণ্য উৎপাদন ও বিপনণ করে আসছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি ডিটারজেন্ট পাউডার তৈরীর আড়ালে তৈরী করছিল কোটি টাকার ভেজাল পণ্য টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ডিস ওয়াশ ও ফ্লোর ওয়াশসহ বিভিন্ন প্রকার ক্লিনিং পণ্য।দেশের প্রায় প্রতিটি জেলায় ডিলারদের মাধ্যমে তিনি এই ভেজাল পণ্যের কোটি টাকার রমরমা ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানা গেছে।
ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটির মালিক আসাদুল ইসলাম(৩৫)কে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ভেজাল পণ্যগুলোও জব্দ করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাসতুরা আমিনা এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা বলেন, অনুমোদনবিহীন উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। কারখানা মালিক অনুমোদন নিবেন বলে আর্জি জানিয়েছেন। পুনরায় এ অপরাধ সংঘঠিত হলে তাকে কঠোর সাজা দেওয়া হবে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন মেহেরপুর জেলা ডিবি পুলিশ ও গাংনী থানা পুলিশের দুটি পৃথক দল।