গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পোড়াবাড়ি বাজার এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিন পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের পর পোড়াবাড়ি ও আশপাশের বেশ কয়েকটি এলাকার লোকজন মাজার ভাঙচুর করে গুড়িয়ে দেয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরে মাজারের আশপাশের এলাকার বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমামসহ আলেম-ওলামারা ভেকু দিয়ে মাজারটি ভাঙচুর করেন। হামলাকারীরা বিভিন্ন স্থাপনা ও কবরস্থান ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় মাজারের পীর খাদেম এবং ভক্তরা মাজার থেকে পালিয়ে অন্যত্র চলে যান। পরে সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভাঙচুরকারীদের দাবি, মাজারটি ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদক সেবনের আখড়ায় পরিণত হওয়ায় তারা এটি ধ্বংস করেছে।