বশির আলম( টঙ্গী গাজিপুর প্রতিনিধি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিবসটি উপলক্ষে টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে পাগাড় ঝিনু মার্কেট, টঙ্গী আশরাফুল উলূম ইসলামিয়া মাদরাসা,পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিল মো. খালেদুর রহমান রাসেল, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, অধ্যাক্ষ মাওলানা এম এ কুদ্দুস ভূইয়া, মুফতি তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক শেখ সরাফত হোসেন, পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিনা মমতাজ, শিক্ষক হাসান, ইসমাইল, আলমগীর, রাকিব প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।