মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থীর প্রতি পক্ষপাতের অভিযোগ আসার পর কালকিনি থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “রোববার কালকিনি থানার ওসি নাজমুল হাসানকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।
“কমিশনের আদেশে আব্দুল্লাহ আল মামুন নামের একজন পরিদর্শককে কালকিনি থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন ওসি সোমবার থেকে দায়িত্ব পালন করবেন বলে জানান পুলিশ সুপার।
মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সংসদ সদস্য আবদুস সোবাহান মিয়া গোলাপ। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তাহমিনা বেগম।
তাহমিনা বেগমের করা অভিযোগ থেকে জানা গেছে, কালকিনি থানার ওসি নাজমুল হাসান বিভিন্ন সময় আব্দুস সোবহান গোলাপের বিভিন্ন সভা-সমাবেশে পক্ষপাতিত্বমূলক আচরণ করেন এবং প্রচারের সময়ে পুলিশ প্রটোকল দিয়ে থাকেন।
স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, “শুক্রবার রাতে কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে আমার কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার পর এলাকায় নির্বাচনি পরিবেশ চরমভাবে অবনতি হয়েছে। থানা-পুলিশ নৌকার পক্ষে সব সময় পক্ষপাতিত্ব করছেন।
“আমরা মাদারীপুর সদরের ওসির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ করব। তিনিও আমার সদরের পাঁচটি ইউনিয়নে অপর একজন সংসদ সদস্যের দ্বারা প্রভাবিত হয়ে আমার নির্বাচনি পরিবেশ নষ্ট করছেন”, যোগ করেন তাহমিনা।