জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রামের গণমানুষের প্রিয়মুখ জননন্দিত গনমানুষের নেতা আলহাজ্ব মুহম্মদ আলমগীর কবির মজুমদার এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন হয়। কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।
আয়োজন করেন জাতীয় ছাত্র সমাজ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা। উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় ছাত্র সমাজ আহবায়ক সোহাগ মিয়া,সদস্য সচিব আবদুল্লাহ আল মহসিন, যুগ্ম আহবায়ক শরীফুর রহমান, মিরান খান, পৌরসভা আহবায়ক আবদুল্লাহ আল ফুয়াদ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ আহবায়ক শাকিল, পৌর ছাত্র সমাজ নেতা আলাউদ্দিন মোল্লা,শাকিল, রাকিব,ভিক্টোরিয়া কলেজ ছাত্র সমাজ নেতা আল নোমান নাহিম, হোসেন।
(অনলাইনে আপডেটে,মুহাম্মাদ মহাসিন) 01632912580