ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ে এলামনাই এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত
মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ জামালপুরের ১৪ নং দিগপাইত ইউনিয়ন এর অন্তর্গত ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন এর উপদেষ্টা উপস্থিত থেকে প্রথম ব্যাচের প্রথম ছাত্র সাবেক প্রধান শিক্ষক মোঃ আ: সালাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি মোঃ জামাত উল্লাহ হোসেন, সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মাসুদ, পুলিশ ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন, সুযোগ্য কোষাধ্যক্ষ মোঃ আবদুর রাজ্জাক, সমাজ কল্যাণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, প্রাইমারি স্কুলের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ দিদারুল আলম, ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জিয়াউল হক মাস্টার, ছোনটিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ উম্মে হানি আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশন এর সকল সদস্যবৃন্দ।
ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এলামনাই এসোসিয়েশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয় এর কাছে আর্জি পেশ করেন যে স্কুলের মসজিদ সংসার ওয়াল রং করা বিজ্ঞান মেলা পুনরায় চালু আরও ইত্যাদি এবং প্রাইমারি শাখার প্রধান শিক্ষিকা আর্জি জানান ছোট ছোট শিক্ষার্থীদের বনভোজন এবং ক্রীড়া প্রতিযোগিতার জন্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৭৪-২০২৪ ব্যাচ, নিবন্ধনকৃত সকল ব্যাচের জন্য খাবারের ব্যবস্থা এবং প্রত্যেক ব্যাচের ব্যাচ প্রতিনিধির মাধ্যমে সকলের হাতে উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উপস্থিতিতে দেখা যায় যে,১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি বেশি। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র এর মাধ্যমে সভাপতি সাহেব উক্ত অনুষ্ঠানটির সমাপনী ঘোষণা করেন।