জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
বশিরআলম (টঙ্গী গাজীপুর প্রতিনিধি)## জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের গাজীপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বুধবার (১২ জুলাই ) দিনব্যাপী গাজীপুরে টঙ্গীতে পশ্চিম থানা এলাকায় আশা মনি রিসোর্টে এ ঈদ পরবর্তী এ মিলনমেলার আয়োজন করা হয়।ঈদ পুনর্মিলনীর এই আনন্দ উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এশিয়ান টেলিভিশনের গাজীপুর সিটি রিপোর্টার গাজী মামুন,। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনগাজীপুর সিটি কর্পোরেশন ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মন্ডল।
প্রধান অতিথি তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সমাজের অসঙ্গতি তুলে ধরাই সাংবাদিকদের লক্ষ হওয়া উচিৎ। হলুদ সাংবাদিকতা পরিহার, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান তিনি।
ঈদ পুনর্মিলনীর আনন্দ উৎসবে অংশগ্রহণ করায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি গাজী মামুন। অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক কাজী রফিক, সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন রিপন, বাসন মেট্রো থানা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সোবহান, আওয়ামী লীগ নেতা বিকাশ সরকার, টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেন, দৈনিক খবরপত্র সিনিয়র সাংবাদিক বশির আলম, এশিয়ান টেলিভিশন পুবাইল প্রতিনিধি টিটন কুমার ঘোষ , আনন্দ টিভি টঙ্গী প্রতিনিধি শাকিল, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ সামসুদ্দিন জুয়েল, নয়া শতাব্দী মাহবুব জিলানী, সিনিয়র সাংবাদিক খোকা আমিন, দৈনিক ভোরের আলো পত্রিকা ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, দৈনিক বরের আলোর প্রতিনিধি হেলেনা আক্তার, রোকেয়া আক্তার কেয়া, মারুফ, তৃণা, বিএম আশিক,সেলিম মাহমুদ, আশরাফুল ইসলাম শ্রাবণ, সহ অসংখ্য সাংবাদিক ও তাদের পরিবারের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।দিনব্যাপী আলোচনা সভা ও জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
তারিখ ১৩/০৭/২০২৩