জাতীয় শোক দিবসে জামালপুরে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতক জিয়া-মোশতাক চক্রের ষড়যন্ত্রে নির্মম হত্যাকান্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্বরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জামালপুর পৌর আওয়ামী লীগ।
পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র সঞ্চালনায়
স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, এডভোকেট আমান উল্লাহ আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলাবশ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, জেলা মৎসজীবী লীগের আহবায়ক মো. মামুনুর রশিদ সরকার স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।