জামালপুরে অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণের চেক বিতরণ-
মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি।
জামালপুর সদর উপজেলায় অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ অসহায়দের মধ্যে জামালপুর সদর উপজেলার ৯ জন অসহায় ও রোগাক্রান্ত ব্যক্তিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক দিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি।
মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় শহরের খেজুরতলায় এমপির বাসভবনে ৯ জন অসচ্ছল ও রোগাক্রান্ত ব্যক্তির মধ্যে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান।
এ সময় জামালপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হক, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নাজমুল হক, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেলিম রেজা, ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, ফজলু মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক, মতিউর রহমান প্রমুখ।
চেক বিতরণে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোপূর্বেও অসচ্ছল ও রোগাক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ ৯ টি চেকের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন বলেন এই চেক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে তিনি জানান।
চেক বিতরন কালীন সময়ে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।