• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মানবতার রাজনীতি সর্বশ্রেষ্ঠ এবাদত এবং মানবতাবিরুদ্ধ রাজনীতি সর্বনিকৃষ্ট অপরাধ। শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

71Times / ৪৯৩২ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস।
প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে সেই কামনা করছি। আমাদের এই আনসার সদস্যরা দেশের ক্লান্তি কালে তারা কাজ করে আসছে। যখন সরকারের প্রয়োজন হয় তখন তারা ঝাঁপিয়ে পড়ে।
তিনি আরও বলেন, আনসার সদস্যরা দেশের সংকট কালে, দুর্যোগ কালে এবং দেশের কোন খারাপ পরিস্থিতির সময় তারা নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। করোনার সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মানুষ যখন বাসাবাড়ি থেকে বের হতে সাহস পেত না, তখন থেকে আমাদের এই সাধারণ আনসার সদস্যরা তাদের নিজের জীবন বাজি রেখে মাঠে ময়দানে কাজ করেছে। সরকারের বিভিন্ন কার্যক্রম ব্যাস্তবায়ন করেছে।
মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, আপনারা বিভিন্ন পত্র-পত্রিকায় দেখেছেন বর্তমান সময়ে ক্লান্তি কাল চলছে। এত বছরের যনজাল যারা এত বছর ধরে খেয়েছে এবং লাফালাফি করেছে, তাদের অনেকেই এখনো গুপ্ত ভাবে লুকিয়ে আছে এবং দেশের মধ্যে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এই দুঃসময়ে মানুষের পাশে থেকে তাদের যান মাল রক্ষার কাজ করার জন্য আনসার সদস্যদের তিনি আহবান জানান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের দ্বিতীয় বর্ষের ছাত্রী নুরাইন নীচৈর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী ৩২ ব্যাটালিয়নের পরিচালক সারোয়ার জাহান চৌধুরী বিভিএম, পিএএমএস, জারিয়া পূর্বধলা ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার বিভিএমএস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের পরিচালক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার মো. সাব্বির আহাম্মেদ প্রমুখ।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুর জেলা কমান্ড্যান্ট জে এম ইমরান।
বার্ষিক প্রতিবেদন পাঠ করে শুনান শিল্প উদ্যােক্তা ভিডিপি সদস্য এস এম বুলবুল আহমেদ।
জামালপুর জেলার গুরুত্বপূর্ণ স্থানে সঠিক ভাবে দ্বায়িত্ব পালন করায় পঞ্চাশ জন আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিনসহ নানা ধরনের পুরস্কার প্রধান করা হয়।
জেলা সমাবেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জামালপুর জেলার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর