জামালপুরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২সেপ্টেম্বর) রাতে রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চাঁন বিএসসি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম সরোয়ার হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, অন্যতম সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি, এম খলিলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আনিছুর রহমান, সদস্য কামাল হোসেন তালুকদার, রশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ফজলুল হক, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, রশিদপুর ইউনিয়নে ৮ টি কেন্দ্র রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন্দ্র কমিটি করতে হবে। এমন লোকদের কেন্দ্র কমিটির আহবায়ক করতে হবে, কেন্দ্রে যাতে তাহার গ্রহণ যোগ্যতা বেশি থাকে। আওয়ামী লীগকে সমর্থন করে এমন লোকদের ভোট কেন্দ্রে উপস্থিত থাকার চেস্টা করতে হবে। তা হলেই নৌকাকে বিজয়ী করা সম্ভব বলে মনে করেন নেতৃবৃন্দ। তাই নিজেদের মধ্যে সকল বেঁধা-বেদ ভুলে, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।