জামালপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জামালপুর প্রতিনিধি।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১২জুন) বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. ইউনুস আহাম্মদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি সুলতানা মাহমুদ সিরাজী, সিনিয়র সহ-সভাপতি মুফতি মোস্তফা কামাল, জয়েন্ট সেক্রেটারি মুফতি সালেহ আহমাদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুলাহ আল মাসঊদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ইসলামপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতী মিনহাজ উদ্দিন, মাদারগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ সালোয়া,
সৌদিআরব দামবাম শহর শাখার সেক্রেটারি হাফেজ মাসুম মুশফিক প্রমুখ।
বক্তারা বলেল, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)এর উপর সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অতিবিলম্ব সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।