জামালপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
মো. আলমগীর, জামালপুর।
বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল, ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পাঁয়তারার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমাদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হামিদুর রহমান, জেলা যুব আন্দোলনের সেক্রেটারি মোজাম্মেল হক, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ।
এসময় বক্তারা বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল, ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পাঁয়তারার বাতিলের দাবি জানান।