জামালপুরে একদফা দাবিতে বিএনপির গণপদযাত্রা
মো. আলমগীর, জামালপুর।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুন:প্রতিষ্ঠার একদফা দাবিতে জামালপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮জুলাই) দুপুরে পুরাতন বাইপাস মোড়ে পদযাত্রা পূর্বক এক সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।
বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকারের জুলুম নির্যাতন আর সহ্য করা হবে না। জণগন আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চাইনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা সেই আন্দোলনেই নেমেছি। তিনি নেতাকর্মীদের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।
সমাবেশ শেষে তারা সেখান থেকে গণপদযাত্রাটি বের করে। গণপদযাত্রাটি শহরেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলৗয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পদযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিকে শহরের লম্বাগাছ এলাকায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপিনেতা খন্দকার মোস্তাফিজুর রহমান আরমানের সভাপতিত্বে পদযাত্রা পূর্বক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক হাসান সরোয়ার মন্জু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এম শুভ পাঠান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাকিল আহম্মেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক তৌহিদ নাসরুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক রোমেন বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন হৃদয় প্রমুখ।
সমাবেশ শেষে জেলা বিএনপিনেতা খন্দকার মোস্তাফিজুর রহমান আরমানের নেতৃত্বে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১দফা দাবীতে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়ির দোকান মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশ ও পদযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃকর্মী উপস্থিত ছিলেন।