জামালপুরে এক্সক্লুসিভ আকিজ শো-রুমের উদ্বোধন
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে নতুন আঙ্গিকে নতুন সাজে এক্সক্লুসিভ আকিজ শো-রুমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৭সেপ্টেম্বর) দুপুরে শহরের মেসার্স রাজীব কর্পোরেশন বারাকা টাওয়ার ঢাকাইপট্রি এ শো-রুমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শো-রুমের উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম বাবু।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সোহরাব হোসেন বাবুল,
আকিজ সিরামিকের জেনারেল ম্যানেজার আশরাফুল হক, হেড অব সেল্স রোসা বিশ্বজিৎ পাল, হেড অব দা সেল্স বাথ ওয়ার পলাশ টিটু, ময়মনসিংহের এরিয়া ম্যানেজার রানা পারভেজ, আকিজ শো-রুমের স্বত্বাধিকারী ও মরহুম সৈয়দ মোসাদ্দেক হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার জেসমিন ও সৈয়দা কানিজ ফাতিমা, জামালপুরের ম্যানেজার হাফিজুর রহমান, আলী আল সাফী রিমু, সৈয়দ এমরান হোসেন, দেওয়ান আবুল বাশার, মহায়মেন বিল্লাহ সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আকিজ সিরামিকের জেনারেল ম্যানেজার আশরাফুল হক বলেন, সারা বাংলাদেশে প্রায় ১০০টি শো-রুমের উদ্বোধন করা হয়েছে। আজ আমরা সফল ভাবে জামালপুরে আরেকটি শো-রুমের উদ্বোধন করতে পেরেছি। কাস্টমাররা যাতে সুন্দর পরিবেশে পণ্যগুলো সহজেই দেখতে পায়। সেই লক্ষ্যে শো-রুমে বেশি বেশি ডিসপ্লে পণ্য দেওয়া থাকে বলে জানান তিনি।
পরে প্রধান অতিথি আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম বাবু সহ অন্যান্য অতিথিবৃন্দ আকিজ শো-রুমটির ফিতা কেটে উদ্বোধন করেন। আকিজ গ্রুপের সকল পণ্য এই শো-রুমে পাওয়া যাবে বলে জানান কর্তৃপক্ষ। উদ্বোধন শেষে কেক কাঁটার মধ্যে দিয়ে শো-রুমের যাত্রা শুভ হয়।