জামালপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রীতিরানী দাস (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২জুলাই) বিকেলে পৌর শহরের কৈবর্তপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত প্রীতিরানী দাস ওই এলাকার শ্রী রাজন কুমার দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রাজন কুমার ইসলামপুর নিত্য বাজার থেকে জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখা হয়েছে। পরে ঘরের দরজা খুলে দিতে স্ত্রী প্রীতিরানী দাসকে তিনি ডাকাডাকি করেন। এতে কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় রাজন কুমারের। পরে ঘরের দরজা ভেঙে দেখেন স্ত্রী প্রীতিরানী দাস সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ, তা ময়নাতদন্তের পর জানা যাবে। তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় হবে তিনি জানান।