জামালপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো. আলমগীর, জামালপুর।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদল।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে শহর ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শওকত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।
প্রধান অতিথি সিরাজুল হক বলেন, ছাত্ররাই যুগে যুগে পরিবর্তনের পূর্ণ ভূমিতে সমৃদ্ধ করেছে। ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ছাত্র যুবকরাই করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা পূর্ণধার। তাদের নেতৃত্বে এবং ১৭বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে।
তিনি আরও বলেন, আজকে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতিতে মানুষের জীবন বিপন্ন। ৫৪ বছরের আওয়ামী লীগের জনজাল পাঁচমাসে পরিস্কার করা যায় না। তারা লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তোমাদেরকে অভিনন্দন। জেলা ছাত্রদলের সকল নেতাকর্মী একত্র হয়ে যে বিশাল একটা মিছিল তোমরা উপহার দিয়েছ তার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। তোমরা যে এতবড় মিছিল করেছ ঢাকা তেও এতবড় মিছিল হয় না।
তিনি আরও বলেন, ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমাদের আজকের এই ঐক্যবদ্ধতা দেখে আমার মনে হচ্ছে, ছাত্রদল বিএনপির মহাবল। তোমাদের যে সংযোগ সেইটা সমৃদ্ধ করতে হবে এবং আগামী দিনে তোমরাই এদেশের ভবিষ্যৎ ছাত্রদল। কাজেই ছাত্রদলের কার্যক্রম হবে নিরপেক্ষ সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের যে ডাক আসবে সেই ডাকে তোমাদের সোচ্চার হতে হবে। সকলে মিলে একযোগে কাজ করতে হবে। সবাই মিলে একত্রে থাকবে যাতে তোমাদের মধ্যে কোন ভাঙ্গন সৃষ্টি না হয়। তোমাদের এলাকায় থাকতে হবে জনগণের সাথে এবং অঙ্গ সংগঠনের সাথে যোগাযোগ রাখতে হবে। বিশেষ করে বিএনপির সাথে যোগাযোগ রেখে কাজ করতে হবে।
বিএনপি নেতা মিল্লাত বলেন, কেন্দ্র থেকে যে সকল প্রোগ্রাম আসবে, সেই প্রোগ্রাম গুলো বাস্তবায়ন করা। সকল মানুষের পাশে থাকা এবং সহযোগিতা করা। চাঁদাবাজি দখলবাজি বন্ধ করা। এই বিষয়ে তোমাদের সজাগ থাকতে হবে, যাতে করে তোমাদের নাম ভাঙ্গিয়ে কেও কোন ষড়যন্ত্র না করতে পারে। জামালপুর জেলা ছাত্রদলের যে কমিটি আছে সেই কমিটি অনেক সক্রিয় আছে। হয়তোবা এই কমিটি নতুন করে পুর্নগঠন করবে।তখন যে কমিটিতে আসবে সকলে মিলে ঐকবদ্ধ হয়ে তাদের সাথে কাজ করার আহবান জানান।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খাঁন, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. শওকত জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরমান, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক সাদ্দাম হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
আলোচনা সভা ও শোভাযাত্রায় জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।