জামালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
জামালপুর প্রতিনিধি।
জামালপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ইন্টারনেটে আসক্তি ক্ষতির শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪মে) দুপুরে বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তন জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা প্রশাসক।
জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইন্টারনেটে আসক্তির ক্ষতি সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবগত করে, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে মানব কল্যাণে নতুন নতুন পণ্যের উদ্ভাবনের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উদ্ভাবন করেন এবং বিভিন্ন স্টল ও ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী পণ্য পরিদর্শন করেন অতিথি বৃন্দ।