• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত  কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি কাউন্টারে হামলা! মহান লাইলাতুল কদর মোবারক উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে হযরত মাওলা আলী(আঃ) মহা পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে দোয়া, ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা গাজীপুরে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিনের ইফতার মাহফিল। মানবতার রাজনীতি সর্বশ্রেষ্ঠ এবাদত এবং মানবতাবিরুদ্ধ রাজনীতি সর্বনিকৃষ্ট অপরাধ। শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি

জামালপুরে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা

71Times / ৫৩৬ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

জামালপুরে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা
মো. আলমগীর, জামালপুর।
“নেই পাশ কেউ যার সমাজসেবা আছে তার ” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের বকুলতলা থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রোকোনুল ইসলামের সভাপতিত্বে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
প্রধান অতিথি জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, সমাজসেবার ৫৪ ধরণের সেবা দেয়া হলেও সংশ্লিষ্ট সবাই কী তা পাচ্ছে। যদি পেয়েও থাকে তাহলে তার কী সঠিক ব্যবহার হচ্ছে। সুযোগগুলো ইতিপূর্বে হাইজ্যাক করা হয়েছে, অনিয়ম করা হয়েছে। পরিবর্তিত বাংলাদেশে এসব আর করতে দেওয়া হবে না। এ ব্যপারে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। নাগরিকদের সদিচ্ছা পালন কলতে হবে। রাষ্ট্র নাগরিকদের অধিকার দিবে তবে নাগরিকদেরও স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সবাই যদি ট্যাক্স পরিশোধ করে তাহলে রাষ্ট্র তার নাগরিকদের সবধরনের সুবিধা দিতে পারবে। নাগরিকরা সরকারের কাছে জবাবদিহিতা চাইবে। এতে দুর্নীতি বন্ধ হবে। পুঁজিবাদী ব্যবস্থার অবসান হবে। গড়ে উঠবে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে।
জেলা প্রশাসক বলেন, কানাডায় যদি কোন বাড়ির সামনে বরফ জমা হয়, তা বাড়ির মালিক নিজ দ্বায়িত্বে দুই ঘন্টার মধ্যে পরিস্কার না করলে জরিমানা দিতে হয়। আর আমরা গবাখালি খাল ময়লা, আবর্জনা ফেলে ভরাট ও দূষণ করছি প্রতিনিয়ত। তাই নাগরিকরা সচেতন না হলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিকের সঞ্চালনায়
কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) ইফতেখার ইউনুছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব মো. আবিদ সৌরভ, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সূর্য তরুণ সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, দৃষ্টি প্রতিবন্ধী ইকবাল হোসেন প্রমুখ।
আড্ডা শেষে চার ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ছাত্র হিসেবে ইয়াসিন আরাফাত, প্রতিবন্ধী হিসেবে মো. ইকবাল হোসেন, জুলাই কন্যা হিসেবে নাফিজা আলম দিয়া এবং জনতা ক্যাটাগরিতে মো. রবিজল।
পরে পৌরসভার রশিদপুর ব্রীজপাড় এলাকায় মৃত মুককেল হোসেনের ছেলে প্রতিবন্ধী মজিবুর রহমান জুলু (৮৪) ও লক্ষীরচর ইউনিয়নের পাগলপাড়া গ্রামের মো. হাসমত ফকিরের স্ত্রী প্রতিবন্ধী তারা বানু (৪৫) কে হুইলচেয়ার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর