জামালপুরে জাতীয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
জামালপুর প্রতিনিধি।
জামালপুরে ২২ মে থেকে ২৮মে পর্যন্ত ৭ দিনব্যাপী জাতীয় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২মে) বিকেলে সদর ভূমি অফিস মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় ভূমি সেবা সপ্তাহ ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহর সঞ্চালনায় সচেতনতা মূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ভূমি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী প্রমুখ।
সচেতনতা মূলক সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে অহেতুক হয়রানী থেকে মুক্ত করে ভূমি সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ভূমি
কর্মকর্তাদের আরো আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। সেই সাখে নামজারী, খাজনা খারিজ, নকশা সকল কিছু ডিজিটাল সেবায় নিতে ভূমি সেবা প্রত্যাশীদের সরাসরি ভূমি অফিসে এসে বা অনলাইনে আবেদন করার বিষয়ে আলোকপাত করেন। ###
জাতীয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে
উপজেলা ভূমি অফিসের কর্মকর্ত-কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। ##