জামালপুরে ঝুমকা হস্তশিল্প সমিতির মাধ্যমে ৫০টি গরুর কোরবানি, ১৭৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ
🗓️ প্রকাশিত: ৮ জুন ২০২৫ | প্রতিবেদক: মো. খোরশেদ আলম
ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় ৫০টি গরু কোরবানি করে জামালপুরের ১,৭৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিল স্থানীয় এনজিও ঝুমকা হস্তশিল্প মহিলা সমিতি।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় জামালপুর জেলার ঝুমকা হস্তশিল্প মহিলা সমিতির উদ্যোগে সমাজের গরিব, অসহায় ও হতদরিদ্র ১,৭৫০টি পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ জুন ২০২৫), মোট ৫০টি গরু কোরবানি করে প্রতিটি পরিবারকে ২ কেজি করে মাংস প্রদান করা হয়।
এর মধ্যে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৯০০টি এবং শ্রীপুর ইউনিয়নের ৮৫০টি পরিবার এ সহায়তা পেয়েছে।
📍 উপস্থিত ছিলেন:
👉 ইসলামিক রিলিফ বাংলাদেশ জামালপুর জেলার প্রজেক্ট ম্যানেজার মো: আব্দুল্লাহ সায়ীদ
👉 সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম
👉 ঝুমকা হস্তশিল্প মহিলা সমিতির নির্বাহী পরিচালক শারমিন কবির বীনা
তাঁরা সক্রিয়ভাবে গোশত বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ইসলামিক রিলিফের প্রজেক্ট ম্যানেজার মো. আব্দুল্লাহ সায়ীদ বলেন,
“সবার সহযোগিতায় সফলভাবে কোরবানির কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও যেন এমন আয়োজন চালু রাখা যায়, সে প্রত্যাশা করছি।”
🎙️ এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো: এমদাদুল হক, আল বিল্লাল খান প্রমুখ।