জামালপুরে নবজাতকের মরদেহ উদ্ধার জামালপুর প্রতিনিধি।
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১জুন) সকাল ১১টার সময় গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্রাম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে কলাগাছের খোলে সওয়ানো রাখা অবস্থায় একছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এখনোও তার কোন পরিচয় পাওয়া যায়নি।
গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে গেছে। স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে বিষয়টি থানায় জানানো হয়।
ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।