জামালপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের ইসলামপুরে ঈদ উপলক্ষে মা-বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনা নদীর পানিতে ডুবে মিনহাজ (৯) ও মিনাল (৭) নামে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চরশিশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা বেলগাছা ইউনিয়নের জারুলতলা গ্রামের আজাহার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলগাছা ইউনিয়নের জারুলতলা গ্রামের আজহার আলীর স্ত্রী চায়না আক্তার দুই ছেলে ও স্বামীকে সাথে নিয়ে চরশিশুয়া গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুর ১টার দিকে বাড়ির পার্শ্বে নানীর সাথে যমুনা নদীতে মাছ ধরতে যায় ও-ই দুই শিশু। সাঁতার না জানায় মাছ ধরার একপর্যায়ে তারা নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির এক থেকে দেড় ঘন্টা পর, তাদের মরদেহ নদীতে ভেসে উঠে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার জানান, যমুনা নদীর পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যুর একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা মা-বাবার সাথে গতকাল শুক্রবার নানার বাড়িতে বেড়াতে যায়।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।