জামালপুরে পানিতে ডুবে এক শিশু নিহত
মো. আলমগীর, জামালপুর।
বিলে মাছ ধরতে যান বাবা। সঙ্গে নেন তিন বছরের মেয়ে নুসরাতকে। মাছ ধরার এক ফাঁকে মেয়েটি পানিতে নেমে ডুবে যায়। মাছ ধরায় মগ্ন বাবা টের পেয়ে তাকে উদ্ধার করতে করতেই প্রাণ হারায় মেয়েটি।
জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া বিলে শনিবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে ঘটেছে এ হৃদয়বিদারক ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সাধুরপাড়া গ্রামের লিটন মিয়া সকালে তিন বছরের মেয়ে নুসরাত আক্তারকে নিয়ে স্থানীয় বিলে মাছ ধরতে যান। মাছ ধরায় মগ্ন বাবার অগোচরে বিলের পানিতে নেমে ডুবে যায় নুসরাত। টের পেয়ে তাকে পানি থেকে মৃত উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।