জামালপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই’সহ ৩ শিশুর মৃত্যু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহিন হাসান (১০) ও সাইয়ুম হোসেন (৮) নামে দুই চাচাতো ভাই’সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মাহিন হাসান ওই এলাকার আক্তার হোসেনের ছেলে এবং সাইয়ুম হোসেন খোকা মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০) ও খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৮) বিকালে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। বিকাল ৫টার দিকে দুজনের মরদেহ পানিতে ভেসে উঠে। শিশু মাহিন হাসান ও সাইয়ুম হোসেন তারা চাচাতো ও জেঠাতো ভাই। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়।গতকাল বুধবার (৬সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আরাফা। বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) বিকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।