জামালপুরে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী
উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মো. আলমগীর, জামালপুর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে জামতলী বাজারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইদুল ইসলাম শিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম মনোহর আলীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যাপক আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।