জামালপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ “পহেলা বৈশাখ” ১৪৩২ উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে শহরের বকুলতলা থেকে এক বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এতে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, উদীচী শিল্পীগোষ্ঠী, লোকজ সামাজিক সাংস্কৃতিক সংস্থা, থিয়েটার অঙ্গন, শিশু একাডেমি, মণিমেলা খেলাঘর আসর, প্রেসক্লাব জামালপুর, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক জামালপুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
শোভাযাত্রায় জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম পিপিএম- সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।