জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সুলতান মন্ডল (৪০) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১৮সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলজোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুলতানা মন্ডল উপজেলার জোড়খালি ইউনিয়নের ফুলজোড় এলাকার মৃত শাহ্ বাজ মন্ডলের ছেলে।
নিহতের ভাই হারিজ মন্ডল জানান, দুপুরে সুলতানা মন্ডল তার নিজ গৃহে বিদ্যুৎ সংযোগ লাইনে তার জোড়া দিতে গেলে প্রথমে শর্ট খেয়ে মাটিতে পড়ে যায়। পরে তারটি নিহতের বুকে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিল আফরোজ নিসা বলেন, সুলতান মন্ডল হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।