৭১টাইমস্ ডটকম | মানুষের কথা, মানুষের জন্য
📅 প্রকাশিত: ২১ জুন ২০২৫ | ✍️ প্রতিবেদক: মো. খোরশেদ আলম
জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদ্যুৎ শর্ট সার্কিটে গরু, ছাগল, অটোগাড়ি ও ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৫ পরিবার
জামালপুর সদর উপজেলার ১৪নং দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বেপারীপাড়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। ২০ জুন ২০২৫, শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে মো. মোজাম বেপারীর গোয়ালঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়।
পুড়ে যাওয়া সম্পদের মধ্যে রয়েছে:
🔹 ৪টি বড় গাভী ও একটি ষাঁড়
🔹 ৫টি ছাগল
🔹 একটি নতুন অটোরিকশা
🔹 গোয়ালঘর ও পার্শ্ববর্তী কাঠের ঘর
প্রতক্ষ্যদর্শীদের মতে, বিদ্যুতের তারে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু বিদ্যুৎ সংযোগ চালু থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা প্রায় ৩০ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে গোয়ালঘরসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
আনুমানিক ক্ষতির পরিমাণ:
গরু ও ছাগল: প্রায় ৫ লক্ষ টাকা
অটোরিকশা: ২ লক্ষ ৫০ হাজার টাকা
ছাগল: প্রায় ৩৫ হাজার টাকা
ঘর ও অবকাঠামো: আনুমানিক আরও ১ লক্ষ টাকা
ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহমর্মিতা জানান:
স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন
মানবাধিকার ও গণমাধ্যমকর্মী মো. খোরশেদ আলম
তারা দ্রুত আর্থিক সহযোগিতার জন্য আহ্বান জানান জামালপুর জেলা প্রশাসক, সদর উপজেলার ইউএনও জিন্নাত শহীদ পিংকি, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক এবং স্থানীয় বিত্তবানদের প্রতি।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
🟢 মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জামালপুর জেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলম
🟢 প্রচার সম্পাদক তোতা মিয়া
🟢 সদস্য ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম, আল বিল্লাল খান, মো. আতিকুর রহমান তালুকদার
🟢 সাংবাদিক শাহ আলম, আনোয়ার হোসাইন প্রমুখ
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এখনই এগিয়ে আসার সময় — এটাই এলাকাবাসীর আহ্বান।