জামালপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক মানসিক ভারসাম্যহীন নিহত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের ইসলামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক যুবকের দায়ের কোপে ইসমাইল হোসেন (৪৫) নামে আরেক মানসিক ভারসাম্যহীন নিহত হয়েছে।
সোমবার (১১ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন ওই এলাকার চাঁন ফারাজীর ছেলে। এ ঘটনায় একই এলাকার মৃত জালাল শেখের ছেলে মোস্তফা শেখকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, তারা দুজনেই দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে আক্রান্ত। সোমবার দুপুরের দিকে মোস্তফা শেখের বাড়ির আঙ্গিনায় আসে ইসমাইল হোসেন। এসময় তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা শেখের হাতে থাকা পাট কাটার বগি-দা দিয়ে ইসমাইল হোসেনকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করে।
এবিষয়ে ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মানসিক ভারসাম্যহীন মোস্তফা শেখকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
১১,১২,২০২৩
০১৭৪২-৫৬৭৭২০