জামালপুরে যুবলীগের উদ্যােগে জঙ্গীবাদ ও মৌলবাদ বিরোধী সভা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
২০০৫ সালের ১৭আগস্ট, তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জামালপুরে জঙ্গীবাদ ও মৌলবাদ বিরোধী সভা করেছে জেলা যুবলীগ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, আ ব ম জাফর ইকবাল জাফু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭আগস্ট, তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায়। সেই একাত্তরের পরাজিত শক্তিরা আজ দেশে-বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, যাতে সরকার গঠন করতে পারে, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
আলোচনা সভায় জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।