• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মানবতার রাজনীতি সর্বশ্রেষ্ঠ এবাদত এবং মানবতাবিরুদ্ধ রাজনীতি সর্বনিকৃষ্ট অপরাধ। শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে যুব সমাজই পরিবর্তনের অগ্রদূত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

71Times / ৫৯৩৭ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

জামালপুরে যুব সমাজই পরিবর্তনের অগ্রদূত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
আগামীদিনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য বীর যোদ্ধা হিসেবে গড়ে তুলতে জামালপুরে ‘যুব সমাজই পরিবর্তনের অগ্রদূত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে পৌরসভার রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আজকের প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামীদিনে স্বপ্নের বাংলাদেশের উপযোগী নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, তোমাদের উপরই তাকিয়ে আছে বাংলাদেশ। তোমাদের ১০০ জন হিরোর উদাহরণ অনুসরণ করবে গোটা বাংলাদেশ।
উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম বলেন, ২০৪১সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে সকল প্রকার অসঙ্গতি, দুর্নীতি, সামাজিক নানা ধরণের ব্যধি বিশেষ করে বাল্যবিয়ে, মাদক, যৌননির্যাতন, পরিবেশ দূষণের বিরুদ্ধে বর্তমান ছাত্র-ছাত্রী তথা আজকের কিশোর ও যুবসমাজকে নতুন মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করতে হবে। তাদের নায়কোচিত আচরণের মাধ্যমে পরিবর্তনের ধারাকে আরো গতিশীল করে মুক্তিযুদ্ধেের চেতনায় সুখি, সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
বিষয়ের উপর মুক্ত আলোচনায় ছাত্র-ছাত্রীরা সমাজ পরিবর্তনে নিজেদের অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শীর্ষক আলোচনা সভায় বিদ্যালয়ের ১০০জন ছাত্র-ছাত্রীসহ শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর