জামালপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় একটি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (০১সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের পশ্চিম কামালপুর গ্রামে এঘটনা ঘটেছে।
এঘটনায় শনিবার (২সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ কামালপুর থেকে অভিযুক্ত সোলায়ামান হোসেনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সুত্র জানা যায়, ধানুয়া পশ্চিম পাড়া গ্রামের লিচু মিয়ার ছেলে সোলায়মান হোসেন (২০) প্রতিবেশি এক দিনমজুর বাবার শিশু কন্যাকে ফুসলিয়ে তার নিজ ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে সোলায়মান হোসেন ওই শিশুকে ধর্ষণ করেন। এসময় স্থানীয়রা চিৎকার শুনে ওই শিশুকে উদ্ধার করেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, এঘটনায় অভিযান চালিয়ে সোলায়মান হোসেনেকে আটক করা হয়েছে। ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। তবে লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।