• রবিবার, ২২ জুন ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সামিউন বাসির: গ্রামের মাটিতে জন্ম নেওয়া এক নিরব যোদ্ধার গল্প জামালপুর সদর উপজেলা বিএনপির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদ্যুৎ শর্ট সার্কিটে গরু, ছাগল, অটোগাড়ি ও ঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৫ পরিবার এপ্রিলে নয় ডিসেম্বরেই নির্বাচন চান ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। নরিন্দ্রপুর পূর্বপাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন জামালপুরে ঝুমকা হস্তশিল্প সমিতির মাধ্যমে ৫০টি গরুর কোরবানি, ১৭৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও সাংবাদিক সমাজকে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা দৈনিক বরুড়া কণ্ঠের মতবিনিময় সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত” কুমিল্লার ১৭ উপজেলায় ৪০১ স্থানে কোরবানির পশুর হাট বসেছে” লালমাইয়ে বাগমারা উত্তর ইউনিয়নের সড়ক ও ড্রেন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজ

জামালপুরে শিল্প ও পণ্য মেলার উদ্বোধন 

71Times / ৮০৮১ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
oplus_0

জামালপুরে শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে শহরের পুরাতন পুলিশ লাইন্স মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শিল্প ও পণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম আব্দুল্লাহ বীন রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বীন রশিদ বলেন, বাংলাদেশে মেলার যে আবহমান সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারাবাহিকতায় আমরা যুগযুগ ধরে বাংলাদেশে বিভিন্ন ধরনের মেলা উপভোগ করে থাকি। সময়ের পরিবর্তনে এই মেলা আয়োজনের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তনের ছোঁয়া এসেছে। আমরা যখন ছোট ছিলাম। সেই নব্বইয়ের দশকে বা বিংশ শতাব্দীর শুরুর দিকে সেই মেলা গুলো একধরনের হতো। আর এখন আধুনিকতা বা প্রযুক্তির ছোঁয়ায় সেই মেলা গুলো এখন অনেকটাই পরিবর্তন হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় বা জেলা পর্যায়ে যে ধরনের মেলা গুলোর আয়োজন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশে যে মেলা গুলোর আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে। জেলা প্রশাসন সেই সকল দিকনির্দেশনা উল্লেখ করেই এই মেলাটির অনুমতি দিয়েছে। যারা এই মেলার সাথে সরাসরি জড়িত আছে তারা যেন সেই শর্তাবলীকে অনুসরণ করে মেলা আয়োজন করে থাকে। মাসব্যাপী যে মেলাটা চলবে সেখানে তারা যেন সেই শর্তগুলো প্রতিপালন করে মানুষের জন্য একটা বিশুদ্ধ বিনোদনের ব্যবস্থা করে তারা যেন মেলা শেষ করে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে তাদের সেই সফলতা কামনা করছি। মেলায় যেহেতু বড়দের পাশাপাশি ছোটরাও এই মেলাতে আসবে। এই মেলাতে শিশুদের জন্য যে বিভিন্ন রাইটগুলো রয়েছে সেই রাইটগুলো যেন একটু নিরাপদ হয়। তারা যেন বিনোদন করতে এসে হটাৎ করে কোন ধরনের এক্সিডেন্টের শিকার না হয়। সেই বিষয় গুলোর প্রতি বিশেষ করে খেয়াল রাখতে হবে।
এ কে এম আব্দুল্লাহ বীন রশিদ বলেন, অনেক সময় তড়িঘড়ি করে মেলার উদ্বোধন বা আয়োজন করা হয়। কিন্তু মেলার মাঝখানে বা শেষের দিকে গিয়ে দেখা যায়, মেলায় বিভিন্ন ধরনের কিছু ইভেন্ট থাকে সেটা অনেক সময় নিউজের শিরোনাম হয়ে যায়। আমি চাইবো যে ২০২৫ সালে যে শিল্প ও পণ্য মেলা শুরু হতে যাচ্ছে সেটা যেন নিউজের শিরোনাম না হয়। জামালপুর জেলায় লোকজ সংস্কৃতি শিল্প রয়েছে, সেই শিল্পগুলো আমরা যেন এই মেলার মধ্যদিয়ে প্রকাশ করতে পারি। তাদের ব্যবসার যেন ক্ষেত্র সৃষ্টি হতে পারে। যে সকল নতুন নারী উদ্যােক্তা রয়েছে, তারা অনেক সময় কাস্টমারের অভাব ব্যবসার সম্প্রসারণের সুযোগ পায়না। এই শিল্প ও পণ্য মেলার মধ্যদিয়ে তাদের হাতের তৈরি দেশিও বা এই এলাকার তৈরি পণ্য গুলো যেন একটি বৃহত্তর মার্কেট বা বাজার সৃষ্টি হয়। এইটা আমাদের অন্যতম একটি উল্লেখযোগ্য বিবেচনার বিষয়ের সহিত থাকবে। আমি অনুরোধ করবো যারা এই মেলা আয়োজনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট রয়েছে তারা যেন এই বিষয়ের প্রতি প্রধান্য দেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইউসুফ আলী, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠিত হয়। মেলায় সর্বমোট ৬৪ টি স্টল স্থান পেয়েছে।
শিল্প ও পণ্য মেলায় সব ধরনের পণ্যসহ বড়দের পাশাপাশি শিশুদের নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর