জামালপুরে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কাজী শাহ নেওয়াজ-
মোঃ খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো চিফ।
মে/২০২৩ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে আবারও জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন।
অদ্য ইং-০৬/০৭/২০২৩ তারিখ পুলিশ অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে পুলিশ সুপার মহোদয় তাকে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন।
তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদকে এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ সকল সিনিয়রদেরত প্রতি।
পুলিশ সুপার বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুরের বিভিন্ন থানা ,ফাড়ী এবং তিনি তদন্তকেন্দ্রের প্রিয় সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই পুরস্কার। তিনি আরও বলেন, এই পুরস্কার আমার একা নয় আমাদের সকলের।
অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন আমরা জামালপুর থানা টীম যেন আরও বেশি বেশি ভালো কাজ করতে পারি এর জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।