• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মানবতার রাজনীতি সর্বশ্রেষ্ঠ এবাদত এবং মানবতাবিরুদ্ধ রাজনীতি সর্বনিকৃষ্ট অপরাধ। শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল  কলেজ শিক্ষকের

71Times / ৬৮৪৭ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

জামালপুরে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল
কলেজ শিক্ষকের
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নববিবাহিত রাজু আহমেদ নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে কলেজ শিক্ষকের স্ত্রী সাদিয়া আক্তার।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সদরের মহেশপুর কালিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দিনা নিজ বাড়ি থেকে শনিবার বিকেলে রাজু আহমেদ ও সাদিয়া আক্তার নবদম্পতি মোটরসাইকেলে বেড়াতে বের হন। নান্দিনা বাজার থেকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে মহেশপুর কালিবাড়ি এলাকার দিকে ঘুরতে যায় তারা। ওই দম্পতি চাকরির সুবাদে জামালপুর শহরে বসবাস করতেন। শহরে ফিরার পথে মহেশপুর কালিবাড়িতে আসলে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে যায় সাদিয়া আক্তার। তার স্ত্রী সাদিয়া পিছন থেকে পড়ে গেলে সে পেছনে তাকিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান রাজু আহমেদ।
পরে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন।পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় রাজু আহমেদ ও সাদিয়া আক্তারকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত সাদিয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নবদম্পতির এক আত্মীয় ডাক্তারকে বলেন, রাজু-সাদিয়ার বিয়ে বছরখানেক আগে হয়েছে। রাজু আহমেদ চল্লিশতম বিসিএসের শিক্ষা ক্যাডার লাভ করে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী সাদিয়া আক্তার জামালপুর শহরের বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। নিহত রাজু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের এবং সাদিয়া আক্তার সাংবাদিকতায় স্নাতকোত্তর পাশ করেন বলে জানান তিনি ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক  জানান, এইমাত্র দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর