জামালপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মো. আলমগীর, জামালপুর।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনির নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সরোয়ার জাহান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন সেলিম, মীর কাইয়ুম, জাহিদুল ইসলাম রাজু, এস এম মেহেদী হাসান, জাহিদুর রহমান সুমন, আনোয়ার হোসেন সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সুবেল, আনোয়ারুল ইসলাম সুজন, জাহিদ রানা সরদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সাগর, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, প্রচার সম্পাদক রাশেদুজ্জামান মিলন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কাকলি, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সাইফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক শাবিবুর রহমান টিটু, আল সাদী, মুগ্ধ, রবিনসহ জেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহাম্মেদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির শ্রেষ্ঠ শিক্ষক জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এক সময় ঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৪ সালের ২৭জুলাই, আজকের এই দিনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সে প্রতিষ্ঠার লগ্ন থেকে প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক লীগ অগ্রণী ভুমিকা পালন করে থাকে। আমরা বাহাউদ্দীন নাসিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে আজকে স্বেচ্ছাসেবক লীগ ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের যাত্রাকে অবহৃত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রের দ্বায়িত্বে বসিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ। আজকের স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এই হোক আমাদের অঙ্গীকার।
বিকেলে সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্ত হবে জানান নেতৃবৃন্দ।