• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ মেলান্দহে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত দেবিদ্বারে মসজিদে মসজিদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া ও বন্যার্তদের জন্য দোয়া মাহফিল ১ হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে বিজ্ঞপ্তি আসাদুজ্জামান খান কামালের অবৈধ টাকা আগষ্টিনের সুইচ ব্যাংকে! বাংলাদেশ ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আলোচনা অনুষ্ঠিত। তেজগাঁও কলেজে গণতন্ত্রের চর্চা শুরু! বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন দিনমজুর আরিফ পুলিশহীন নগরী, সিলেটে খুলছে সব কিছু, কাটছে ভয় আতষ্কে আত্মগোপনে কর্ণফুলী আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী

জামালপুরে ২২ শে মার্চ বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার-

71Times / ৫২০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

জামালপুরে ২২ শে মার্চ বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার-

মোঃ খোরশেদ আলম,
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি।

পানি সংকট সমাধানে পরিবর্তন ত্বরান্বিত করি, জনমানুষের জীবিকা ও পরিবেশের নিরাপত্তা গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বুধবার (০৫ মার্চ) বিকালে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) র হল রুমে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মানবতা ফোরাম এর সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর এর সম্মানিত সদস্য জনাব এমএইচ মজনু মোল্লা সভাপতিত্ব করেন।
বাপা ‘র সহ সভাপতি জামালপুর হোমিও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, বাপা জামালপুরের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সর্বজন শ্রদ্ধেয় শান্ত সার, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলা শাখার কো-ক্যাপ্টেন ( ১), বাপা র যুগ্ম সাধারণ সম্পাদক, ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী, ক্লিন রিভার বাংলাদেশ জামালপুর জেলা শাখার ডিস্ট্রিক্ট ক্যাপ্টেন, মোঃ খোরশেদ আলম, সাংবাদিক জাহিদুল ইসলাম,
মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, শমিমা বেগম রুবি, সাঈদা বেগম, পানি দিবসের আলোচনায় জামালপুরের পানির সমস্যা তুলে ধরেন।

জামালপুরে ২২ শে মার্চ বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার-

জামালপুরে ২২ শে মার্চ বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার-

ব্রহ্মপুত্র নদী খননের দীর্ঘসূত্রিতা চলমান। যথাযথ পরিকল্পনায় ত্রুটি আছে বলে প্রতীয়মান হয়।

জেলার সকল নদ নদী জলাশয় ব্যাবহারে অব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে।
পানি একটা সম্পদ ও শক্তিও বটে, এর সঠিক ব্যবহার যেমন আমাদের উন্নয়নে সহায়ক হতে পারে, তেমনি অপব্যাবহার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে।

পৌর সভার নালা নর্দমা গুলো আমাদের নগর জীবনকে সুন্দর করতে পারে, তেমনি এর বেঠিক ব্যাবহার নগর জীবনকে কষ্টকর করতে পারে। শহরের নর্দমা গুলোর প্রবাহের প্রধান খাল গুলো হলো বংশ খাল, গবাখালি খাল, বানিয়াবাজার খাল। এর সব পানি আবার ব্রহ্মপুত্র ও ঝিনাই নদীতে সংযোগ করা। বংশ খাল এখন পার বাধা সুরক্ষিত খাল বটে, তবে এর নর্দমার সংযোগ সঠিক না, ফলে গেইট পার, বোষপড়া, দয়াময়ী পাড়া, স্টেশন পাড়া এলাকা গুলোর নর্দমার সংযোগ এর সাথে নেই। বংশ খালের কাছে হওয়া সত্ত্বেও এরা এর সুবিধা পাচ্ছে না। সরদারপাড়া, পাঁচ রাস্তার মোড়, মনিরাজপুর, বামনপারা এলাকার সংযোগ গবাখালী খালের সাথে, কিন্ত গবাখলী খালের সাথে সুইচ গেইট এর খালের সংযুক্ত নেই। ফলে ফুলবাড়িয়া, বন্দেরপাড়া, বিসিক, শাহাপুর এলাকা গুলোর পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বানিয়ে বাজার খাল ব্যাবহারের রয়েছে অনিয়ম। আমরা বিশ্বাস করি চলমান প্রকল্প পূর্ণ বাস্তবায়ন জন ভোগান্তি কমাতে পারে। মিস্র ব্যাবস্থাপনা, অসম্পূর্ণ ব্যাবস্থাপনা ভোগান্তি বাড়ায়। আমরা এর অবসান চাই।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

পানি দিবসের আলোচনা শেষে ইফতারের মোনাজাত ও ইফতার পরিবেশন পরবর্তী সকলের সুস্বাস্থ্য কামনা করে সমাবেশ সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives